জাতীয়করণ করায় গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় আনন্দ র‌্যালী

জাতীয়করণ করায় গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় আনন্দ র‌্যালী

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) :
দক্ষিণ বাংলার দীপাঞ্চলের ঐতিহ্যবাগী বিদ্যাপীঠ গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করায় এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। শনিবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে র‌্যালীটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, গলাচিপা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম গাউস তালুকদার নিপু, অভিভাবক সদস্য মোসা. ওয়ানা মার্জিয়া নিতু, অবিভাবক সদস্য সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাদী, অবিভাবক সদস্য মোঃ সাহাবুদ্দিন, অবিভাবক সদস্য মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সহ-সভাপতি এ্যাড. মো. শামীম মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মু. মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, দপ্তর সম্পাদক ও গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়, শিক্ষার্থী ও সাংবাদিক নিয়ামুর রশিদ শিহাব প্রমুখ। এছাড়া গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ র‌্যালীতে অংম নেয়। গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়টি সরকারীকরণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য জননেতা আ.খ.ম. জাহঙ্গীর হোসাইন এমপির ছবি সংবলিত ধন্যবাদ খচিত প্লেকার্ড ছিল র‌্যালীতে।